গাজীপুরশাহীনের ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক!

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ১৭ স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে।

গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমির মাওনা চৌরাস্তা শাখায় রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

জাতীয় সংগীত গাওয়ার অপরাধে শিক্ষার্থীদের মারধর করা হয় বলে অভিভাবকরা অভিযোগ করেন।

অভিযুক্ত শিক্ষক আবদুল মালেক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দারাগ্রামের আবদুস সোবহানের ছেলে।

চতুর্থ শ্রেণির ছাত্ররা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে ওই শিক্ষক শ্রেণিকক্ষে জাতীয় সংগীতের শিট সরবরাহ করে বাইরে চলে যান। এ সময় সকলে সমস্বরে জাতীয় সংগীত গাওয়া শুরু করে।

পরে তিনি কক্ষে ঢুকে স্কেল দিয়ে তাদের আঘাত করেন। এতে আতঙ্কে অন্যরা চুপ হয়ে যায়। জাতীয় সংগীত না গাওয়ায় পাঁচজন পিটুনি থেকে রক্ষা পায়।

অভিভাবক ওসমান গণি জানান, তার ছেলে লাবিদের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে কিছুক্ষণ বরফ লাগাতে হয়েছে।

অভিভাবক আমান উল্লাহ জানান, তার ছেলে অপূর্বের মাথায় আঘাত করা হয়েছে।

অভিযুক্ত আবদুল মালেক বলেন, শিক্ষার্থীরা অতিরিক্ত চেঁচামেচি করছিল। বিরক্ত হয়ে কয়েকজনকে আঘাত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানান, কোমলমতি শিক্ষার্থীদের মারধর করা আইনের লঙ্ঘন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও খবর