শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর ক্ষুরে রক্তাক্ত নারী!
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে তালাক দেওয়ায় এক নারীকে ক্ষুর দিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বরমী ইউনিয়নের বরামা জাম্বুরি টেক এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী মজনু মিয়া (৪৫) কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের ঝাউয়াদি গ্রামের লাল মিয়ার ছেলে।
আহত মল্লিকা বেগম (২৮) জানান, যৌতুক দিতে না পারায় প্রথম স্বামীর সংসার ত্যাগ করেন তিনি। পরে আট বছর আগে মজনু তাকে বিয়ে করেন। বিয়ের পর তার নেশা করার বিষয়টি ধরা পড়ে।
তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন। বেতনের টাকা না দিলে তাকে মারধর করা হত। এরপর দুবার তালাক দিলেও মজনু তা গ্রহণ করেননি।
মল্লিকা আরও জানান, ঘটনার রাতে তিনি প্রতিবেশী সাবিদের ঘরে টিভি দেখছিলেন। তখন মজনু তাকে টেনে বের করে ক্ষুর দিয়ে গলায় আঘাতের চেষ্টা করেন। এতে বাধা দিতে গিয়ে তার বাম হাত জখম হয়। এক পর্যায়ে মজনু দুই গালে পোঁচ দিয়ে পালিয়ে যান।
এ ব্যাপারে মজনু বলেন, তালাক দিতে হলে এত দিন যা ভোগ করেছে, তা ফেরত দিতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালমা নূর জানান, মল্লিকার হাতের রগ কেটে গেছে। জখম মারাত্মক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে আমরা উদ্যোগী হয়ে আইনি প্রক্রিয়া চালাচ্ছি।