কাপাসিয়ায় চাঁদাবাজি মামলায় সাংবাদিক কামাল খালাস
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন চাঁদাবাজি মামলায় খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার গাজীপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক শরীফ মোহাম্মদ সানাউল হক এ রায় ঘোষণা করেন।
ফখরুদ্দীন সরকারের আমলে করা ওই মামলায় প্রধান আসামি ছিলেন প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ।
দীর্ঘ সাক্ষী ও যুক্তি-তর্ক শেষে আদালত কামাল হোসেনকে অভিযোগের দায় থেকে খালাস দেন।
আসামি পক্ষে অ্যাডভোকেট জাকির আলম এবং বাদী পক্ষে এপিপি আম্বিয়া আফরোজা রত্না ও জাহাঙ্গীর আলম হিমু মামলা পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি কড়িহাতা ইউনিয়ন পরিষদের মেম্বার ও বিএনপি নেতা মোরশেদ মোল্লা বাদী হয়ে থানায় মামলাটি করেন। এতে ২০০৬ সালে বেড়িবাঁধের কাজে চাঁদাবাজির অভিযোগ আনা হয়।