গাজীপুরে বেতনের দাবিতে আর্থ ফুটওয়্যারে ভাঙচুর

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ভাঙচুর চালিয়েছেন পোশাক শ্রমিকরা।

শুক্রবার বিকেলে মহানগরীর শিমুলতলী সড়কের তিতাস গ্যাস অফিস সংলগ্ন আর্থ ফুটওয়্যারে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, নভেম্বর মাস থেকে তাদের বেতন ও ভাতা পাওনা রয়েছে। বেতন না পাওয়ায় বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে পারছেন না।

বিকেল তিনটার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু হয়। পরে তারা কর্মকর্তাদের সাতটি গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করেন।

এ সময় দুটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

জয়দেবপুর থানার এসআই আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও খবর