শ্রীপুরের ভিয়েলাটেক্স স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ভিয়েলাটেক্স স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার দুপুরের দিকে উপজেলার টেপিরবাড়ি এলাকায় কারখানার তুলার গুদামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কারখানার ফায়ার ফাইটার দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মানবসম্পদ কর্মকর্তা শেখ সাদিকুর রহমান জানান, ইউনিট-২-এর গুদামে অন্তত ১৮০০ বেল তুলা ছিল। দুপুরে শ্রমিকরা প্রথমে ধোঁয়া দেখতে পান। পরে আগুন ছড়িয়ে পড়ে।

কারখানার চিফ অপারেশন অফিসার এন কে পানোয়ার জানান, গুদামে তুলা বাঁধার লোহার বেল্টের ঘর্ষণে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ১৫ শতাংশ তুলার বেল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ আহত হয়নি।

আরও খবর