গাজীপুরে বিএনপির কর্মিসভায় পুলিশের লাঠিপেটা : আহত ১০
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ছায়াবিথী এলাকার ট্রাস্ট কমিউনিটি সেন্টারে বিএনপির কর্মিসভা সকালে শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন অন্তত দুই হাজার নেতা-কর্মী। স্থান সংকুলান না হওয়ায় অনেকে বাইরে অবস্থান নেন।
নেতা-কর্মীরা জানান, সভা চলাকালে হঠাৎ ডিবি ও থানা পুলিশ চড়াও হয়। এক পর্যায়ে বেধড়ক লাঠিপেটা ও ধাওয়ায় তারা ছোটাছুটি শুরু করেন।
ঘটনার সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বক্তব্য রাখছিলেন। পরে সভা শেষ করা হয়।
জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বাবুল, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. মাজহারুল আলম, কাজী ছায়েদুল আলম বাবুল প্রমুখ।
ফজলুল হক মিলন অভিযোগ করেন, শান্তিপূর্ণ সভায় পুলিশ হামলা চালিয়েছে। আটক করা হয় ৩০-৪০ জনকে। আহত হয়েছেন ১০-১৫ জন।
সরকারি কর্মচারী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা জানান, তাদের কমিউনিটি সেন্টার দুই ঘণ্টার জন্য ভাড়া করা হয়েছিল। এতে ৩০০ লোকের উপস্থিত থাকার কথা ছিল। ভেতরে হামলা ও ভাঙচুর হয়নি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ডেরিক স্টিফেন কুইয়া বলেন, বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হলে সেখানে অভিযান চালিয়ে কিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর বলেন, সভা করতে হলে অনুমতি লাগে। মামলার বিষয়ে বিস্তারিত জেনে বলতে হবে।