শ্রীপুরে কাউন্সিলরের নির্দেশে লাকড়ি কাটতে গিয়ে দিনমজুর নিহত

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে মাজারের ওরসে আগত ভক্তদের খাবার রান্নার জন্য লাকড়ি কাটতে গিয়ে এক দিনমজুর নিহত হয়েছেন।

নিহত জহিরুল ইসলাম (৩৫) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বাউনি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

বুধবার বিকেলে পৌর শহরের মধ্যবাজারে এ ঘটনা ঘটে। আগামী ১০ ফেব্রুয়ারি ওই ওরস শরিফ হওয়ার কথা।

বাজারের পান ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও মাজার কমিটির সভাপতি তাজউদ্দিন আহমেদের নির্দেশে জহিরুল লাকড়ির জন্য গাছে ওঠেন। পরে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন।

এরপর ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কাউন্সিলর তাজউদ্দিন আহমেদ বলেন, আমি জহিরুলকে গাছে উঠতে বলিনি। তিনি স্বেচ্ছায় লাকড়ির জন্য গাছে ওঠে পা পিছলে পড়ে মারা গেছেন।

শ্রীপুর থানার এসআই আজহারুল ইসলাম জানান, নিহতের ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও খবর