কাপাসিয়ার দস্যুনারায়ণপুরে সড়কে ভূমিধস!

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর সড়কের দস্যুনারায়ণপুরে ভূমিধসের ঘটনা ঘটেছে।

সোমবার ভোর পাঁচটার দিকে সড়কের প্রায় ৩০০ ফুট দেবে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে মড় মড় শব্দ শুনে তারা জেগে ওঠেন। পরে বাইরে বের হয়ে ভূমিধসের ঘটনা দেখতে পান। ধসের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ে।

অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সাধন দাস বলেন, এখানে তিনবার ভূমিধসের ঘটনা ঘটল। ১৯৬৪ সালের ফেব্রুয়ারিতে প্রথম ভূমিধস হয়। এরপর ২০০৫ সালের ফেব্রুয়ারিতে হয় দ্বিতীয় ভূমিধস।

তিনি আরও বলেন, এবার সড়কের অন্তত ১০ ফুট দেবে গেছে। আশপাশের ১৫টি বাড়ি ঝুঁকিতে রয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকছুদুল ইসলাম জানান, সড়কের ৫০ ফুটের মত অংশ দেবে গেছে। স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে ২০০৫ সালের ঘটনার পর জাইকার প্রতিনিধি দল সড়ক ও বাড়িঘর রক্ষায় নদীর তীরে শক্তিশালী বাঁধ নির্মাণের পরার্মশ দিলেও তা বাস্তবায়ন হয়নি।

আরও খবর