সাফারি পার্কে বিরল ‘কমন ইলান্ড’ শাবকের জন্ম
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ‘কমন ইলান্ড’ শাবকের জন্ম হয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মত গত মঙ্গলবার সকালে বিরল প্রজাতির এই প্রাণীর শাবক জন্ম নিল।
পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসাইন খান জানান, এটি এন্টিলব জাতীয় আফ্রিকান প্রাণী। ইথিওপিয়া থেকে এঙ্গোলা এবং মুজাম্বিক ও নামিবিয়া অঞ্চলে এদের বসবাস।
২০১৫ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি পুরুষ ও নারী কমন ইলান্ড পার্কে আনা হয়। এদের বর্তমান বয়স কমপক্ষে ছয় বছর।
পার্কের প্রকল্প পরিচালক শামসুল আজম জানান, দেশের অন্য কোথাও এই প্রাণী নেই। প্রাকৃতিক পরিবেশে এদের জীবনকাল ২০ বছর। সংরক্ষিত পরিবেশে ২৫ বছর পর্যন্ত হতে পারে।