কাপাসিয়ার পাবুরে অবৈধভাবে বিদ্যালয়ের গাছ বিক্রি!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ উঠেছে।

উপজেলা সদরের ১০৩ নং পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকছুদুল ইসলাম জানান, প্রধান শিক্ষক মাসুদা বেগমকে শোকজ করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও একজন বন কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার সকালে দরপত্র ছাড়াই বিদ্যালয়ের দুটি মেহগনি, দুটি কাঁঠাল ও একটি কড়ই গাছ কেটে ফেলা হয়।

স্থানীয় কাঠ ব্যবসায়ী মোশারফ হোসেনের কাছে সাত হাজার টাকায় গাছগুলো বিক্রি করা হয়।

মোশারফ হোসেন জানান, প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের লোকজন গাছগুলো বিক্রি করেছেন। তিনি টাকা প্রধান শিক্ষকের হাতে দিয়েছেন।

আরও খবর