শ্রীপুরে হাসপাতাল সড়কে গাড়ি পার্কিং, রোগী ও পথচারীদের দুর্ভোগ
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের হাসপাতাল সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ে রোগী ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে। জরুরি প্রয়োজনে রোগী বহনকারী যানবাহনও যানজটে আটকে থাকে।
সড়কটির এক পাশে জেলা পরিষদের লিজ দেওয়া জায়গার ওপর গড়ে ওঠা স্থাপনা স্বাভাবিক যান চলাচল বাধাগ্রস্ত করে। দিনে বেশ কয়েকবার যানজট সৃষ্টি হয়।
এসব বিষয়ে রবিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাস বলেন, শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল গেট পর্যন্ত সড়কের পাশে গাড়ি পার্কিং করায় গুরুত্বপূর্ণ সময়ে যানজট লেগে থাকে। ফুটপাত না থাকায় পথচারীদের হাঁটার উপায় থাকে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেছেন, জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে ভবিষ্যতে লিজ নবায়ন না করার জন্য জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ, কাউন্সিলর আহমাদুল কবির মন্ডল দারা, মাসুদ প্রধান প্রমুখ।