ডাক্তার-নার্সদের ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব ডাক্তার হাসপাতালে রোগী দেখতে চাইবে না, তাদের ওএসডি করতে হবে।

অনবরত অনুপস্থিতির নালিশের কথা জানিয়ে তিনি বলেন, তাদের দরকার নেই। নতুন ডাক্তার দিতে হবে।

নার্সদের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, রোগীর সেবাটা তাদের করতে হবে। না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে।

রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কঠোর নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ডাক্তাররা প্রাইভেট চিকিৎসা দিতেই পছন্দ করে। রাতভর অপারেশন করবে, তার মেজাজ তো এমনিতেই খিটখিটে থাকবে।

তিনি বলেন, পৃথিবীর বহু দেশ আছে, সরকারি চাকরি যত দিন করে, তত দিন প্রাইভেট চাকরি করতে পারে না। এমনকি সিঙ্গাপুরেও।

বেতন-ভাতা বাড়ানের কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের সুবিধার জন্য উপজেলা পর্যায়ে ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া হচ্ছে।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকটা জেলায় সার্ভে করে দেখবেন, হাসপাতালগুলোতে কত রোগী যাচ্ছে, ডাক্তাররা সেখানে থাকছে না কেন?

চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার তৈরি ও উচ্চ শিক্ষার প্রয়োজনে প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও খবর