সিনহা হত্যাকাণ্ডে ‘কুখ্যাত’ ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসি
আলোকিত প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার দায়ে দুই পুলিশ কর্মকর্তার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ ফাঁসির বরখাস্তকৃত পরিদর্শক লিয়াকত আলী।
এ ছাড়া টেকনাফ থানার বরখাস্তকৃত এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব এবং মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০২০ সালের ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভ রোডে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে মেজর সিনহা নিহত হন।
এ ঘটনায় সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে হত্যা মামলা করেন।