সাফারি পার্কে বিষক্রিয়ায় প্রাণীর মৃত্যু হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা : বনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, খাদ্যে বিষক্রিয়া হোক আর যেটাই হোক, এটার পেছনে একজনের তো দায়িত্ব আছে। খাদ্য দেওয়ার আগে এটা তো পরীক্ষা করে দেওয়ার কথা।
তিনি বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে থাকলে কেন এ খাদ্য পশুকে দেওয়া হবে? তাহলে যে দায়িত্বে ছিল, তার ওপর দায় পড়বে।
মন্ত্রী বলেন, আমরা তদন্ত কমিটির রিপোর্টের আগ পর্যন্ত কোন অ্যাকশনে যেতে পারব না। এটি যদি হত্যা হয়ে থাকে, জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দফায় দফায় প্রাণী মৃত্যুর ঘটনায় রবিবার পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পার্কে বাঘ, সিংহ, হরিণ, গড়িয়ালসহ বিভিন্ন প্রজাতির ১৬০০ প্রাণী রয়েছে। এটিকে সমৃদ্ধশালী করার জন্য রাস্তা প্রশস্ত ও সংস্কারসহ উন্নয়নমূলক কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বন উপমন্ত্রী হাবিবুন নাহার, স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন, সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক মোল্যা রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য, গত মাসে পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘ এবং চলতি মাসে একটি সিংহীর মৃত্যু হয়েছে। এর আগে বিষ দিয়ে ৩০টি শিয়াল হত্যার অভিযোগ রয়েছে।