নাফ নদীতে মিয়ানমারের গুলি, জেলে নিখোঁজ

আলোকিত প্রতিবেদক : কক্সবাজার সীমান্তের নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছে মিয়ানমারের বিজিপি।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।

টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গুলির পর জেলে গুরা মিয়া নদী সাঁতরে ফিরে এসেছেন। অপর জেলে মো. ইলিয়াছ (৫০) নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, নিখোঁজ জেলে গুলিবিদ্ধ হয়েছেন নাকি বিজিপি ধরে নিয়ে গেছে, তা এখনো জানা যায়নি। চিঠি পাঠিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

জেলে গুরা মিয়া জানান, নদীতে মাছ ধরার সময় তাদের দিকে গুলি ছোড়া হয়। পরে তারা দুজনই নৌকা থেকে পানিতে লাফ দেন।

আরও খবর