ডায়াবেটিস ডাক্তারকেন্দ্রিক রোগ না : কাপাসিয়ায় ডা. নাইম
মাহাবুর রহমান, কাপাসিয়া : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর হক সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হামিদুল হক।
তানভীর হক সোহেল বলেন, আমরা গরিব-অসহায় রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিচ্ছি। একজন ডাক্তার নিয়ে শুরু করেছিলাম, এখন চারজন ডাক্তার নিয়মিত সেবা দিচ্ছেন।
ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সই-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডা. জুলকার নাইম নোমান বলেন, ডায়াবেটিস ডাক্তারকেন্দ্রিক রোগ না। এখানে নার্সদের ভূমিকা অনেক। নার্সরা বিভিন্ন পরামর্শ ও সেবা দিয়ে থাকেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, নূরুল আমীন সিকদার, মজিবুর রহমান মিলন প্রমুখ।