দুর্নীতিবাজদের হাত ভেঙে দিতে বললেন হাইকোর্ট

আলোকিত প্রতিবেদক : দেশের উন্নয়ন করতে হলে দুর্নীতিবাজদের হাত ভেঙে দিতে হবে। নইলে দেশের উন্নয়ন হবে না।

সামান্য একজন সাব-রেজিস্ট্রার হয়ে কীভাবে এত দুর্নীতি করে? কত সাহস!

মঙ্গলবার দুর্নীতি মামলায় সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের জামিনের শুনানিকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের এক মৃত ও বিদেশে অবস্থানরত ব্যক্তির নাম-ঠিকানা ব্যবহার করে ২০১৭ সালে জাল দলিল রেজিস্ট্রি করা হয়।

এ ঘটনায় জমির কাগজ জালিয়াতির মাধ্যমে নয় কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমসহ তিনজনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।

মামলার অপর আসামিরা হলেন ভালুকা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সিরাজুল ইসলাম সুজন ও স্থানীয় আবু রাসেল চৌধুরী।

সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম এক মাস আগে ভালুকা থেকে যশোরের ঝিনাইদহ সাব-রেজিস্ট্রি অফিসে বদলি হয়েছেন।

আরও খবর