শ্রীপুরে আ.লীগের সম্মেলন, নেতৃত্বে হিমু ও ফরিদ
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : অমুক ভাই তমুক ভাইয়ের স্লোগান না দিয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও নিজ দলের স্লোগান দিতে হবে। আওয়ামী লীগে বিভক্তি করার কোন সুযোগ নেই।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের গ্রীন ভিউ রিসোর্টে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।
সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে হুমায়ুন কবির হিমু ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হারুন-অর-রশিদ ফরিদের নাম ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মির্জা আজম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, সাংসদ সিমিন হোসেন রিমি ও স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন দুর্জয়, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ প্রমুখ।