গাজীপুরে ‘মাদক থেকে সরে আসা ব্যক্তিদের’ নিয়ে উৎসব

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : স্বাধীনতার ৫১তম বছরে গাজীপুরে মাদক থেকে সরে আসা ব্যক্তিদের মিলন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার দিনব্যাপী নগরীর গজারিয়াপাড়া এলাকার আহছানিয়া মিশন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও যশোর কেন্দ্রের ৪০০ নারী-পুরুষ এবং তাদের পরিবারপ্রতি একজন করে সদস্য অংশগ্রহণ করেন।

সংস্থাটির স্বাস্থ্য ও ওয়াশ বিভাগের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন, মনোরোগ চিকিৎসক আক্তারুজ্জামান সেলিম, গাজীপুর কেন্দ্রের ম্যানেজার মিজানুর রহমান লিটন, যশোর কেন্দ্রের ম্যানেজার আমীরুজ্জামান লিটন প্রমুখ।

মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়া নুজহাত ইসলাম শোভা বলেন, তিনি গত পাঁচ বছর আগে নিজেকে নিরাময় করতে সক্ষম হয়েছেন। বর্তমানে অন্য শিক্ষার্থীদের মত লেখাপড়ায় নিয়োজিত রয়েছেন।

মোজাফফর হোসেন বলেন, যারা মাদক নেয়, তারা আর্থিক, মানসিক ও পারিবারিক ক্ষতি এবং নিজের চরিত্রকে নষ্ট করে দেয়।

ড. আবদুর রহমান বলেন, তার ছেলে দুই বছর চিকিৎসা নিয়ে এখন সুস্থ জীবনে প্রবেশ করেছে। স্নাতক শেষ করে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ডা. আক্তারুজ্জামান সেলিম বলেন, পরিবারের সদস্যদের মাদকাসক্তিদের পাঠকক্ষে আনা উচিত। এটা হল রিকভারি ক্যাপিটাল।

আরও খবর