শ্রীপুরে সিঁধ কেটে অটোচালক আনু হত্যাকাণ্ডে ৩ জন গ্রেফতার
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে চালক আনুকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ ঘণ্টার মাথায় সোমবার ময়মনসিংহের ভালুক ও ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন শ্রীপুরের বাঁশবাড়ী গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে রুহুল আমীন (২৪), সিরাজগঞ্জের শাহজাদপুরের নায়ায়নদাহ গ্রামের শুক্কুর আলীর ছেলে আবদুর রহিম (৩৪) ও ধোবাউড়ার চন্দ্রকোনা গ্রামের ফারুক হোসেনের ছেলে শরীফ আহম্মেদ (৩৫)।
মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন এসব তথ্য জানান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাফর মোল্লা বলেন, মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। তারা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।
সিঁধ কেটে ঘরে ঢুকলে আনু প্রধান আসামি রুহুলকে চিনে ফেলেন। পরে গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী গ্রাম থেকে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১০ এপ্রিল রাতে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত হারেছ আলীর ছেলে আনোয়ার হোসেন আনুকে (৫০) হত্যা করে রিকশাটি চুরি করা হয়।