গাজীপুরের ধর্ষণ মামলায় অ্যাথলেট জহির কারাগারে

আলোকিত প্রতিবেদক : ৪০০ মিটার দৌড়ে দেশসেরা তরুণ জহির রায়হান এখন ধর্ষণ মামলায় কাশিমপুর কারাগারে।

তিনি গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বুধবার হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বি এম আফফান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জহির হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালে সাভার বিকেএসপিতে প্রশিক্ষণ চলাকালে অ্যাথলেট জহিরের সাথে এক নারী অ্যাথলেটের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ২০১৯ সালে মামলাটি করেন। এর আগে জহিরের বিরুদ্ধে আরেক নারীকে দুবার ধর্ষণের অভিযোগ ওঠে।

আরও খবর