ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীসহ ২ জনকে গুলি করে হত্যা

আলোকিত প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদুল হক (৩০) ও সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫)।

তাদের মধ্যে বাদল ঘটনাস্থলে ও এরশাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত দেড়টার দিকে মারা যান।

স্থানীয়রা জানান, নাটঘর ইউনিয়নের তফসিল এখনো ঘোষণা হয়নি। আসন্ন নির্বাচনে এরশাদ ও আবু নাসের প্রচারণা চালাচ্ছেন।

এরশাদ রাতে বাদলকে নিয়ে কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা গুলি ছুড়ে।

এরশাদের চাচাতো ভাই হামিদুল হক জানান, এরশাদ যুবলীগের নেতা ছিলেন। প্রতিপক্ষ নাসেরের এক ছেলে ও তার লোকজন গুলি করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, ঘটনার কোন প্রত্যক্ষদর্শী বা সাক্ষী পাওয়া যাচ্ছে না। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর