কক্সবাজারে ‘৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে’ অসহায় নারীকে গণধর্ষণ

আলোকিত প্রতিবেদক : পর্যটন নগরী কক্সবাজারের জিয়া গেস্ট হোটেলে স্বামী-সন্তানের সামনে নারীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিকুল ইসলামকে (২৯) মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, ওই নারী আশিকের পূর্ব পরিচিত ছিলেন না। আট মাস বয়সী সন্তানের চিকিৎসার জন্য পর্যটকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে গিয়ে তার নজরে পড়েন।

পরে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ওই নারীকে সুগন্ধা সৈকত থেকে জিম্মি করে অটোরিকশায় ওই হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়। হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তিনি পর্যটন এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র চালান।

আশিক প্রথমে ২০১৪ সালে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আড়াই বছর কারাগারে ছিলেন।

আশিকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা আছে। তিনি বিভিন্ন হোটেলে ম্যানেজারদের যোগসাজশে পর্যটকদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করতেন।

আরও খবর