শ্রীপুরের বরমী হাইস্কুলে বারবার আগুন লাগার রহস্য কী?
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আবারও অগ্নিকাণ্ড হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এতে তিনটি শ্রেণিকক্ষের আটটি চেয়ার-টেবিল, ৬০টি বেঞ্চ, ১২টি সিলিং ফ্যান ও তিনটি সিসি ক্যামেরাসহ আসবাবপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী তারেক জানান, টিনশেড ভবনে আগুন লাগার পর নিরাপত্তা প্রহরী রিপন ফোন করে জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান জানান, রাত সোয়া তিনটার দিকে তাদের দুটি ইউনিট গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
কর্তৃপক্ষ বলছে, এর আগে গত ১১ ডিসেম্বর দুপুরে আগুন লেগে স্কুলের তিনটি কক্ষ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাশকতার উদ্দেশে বারবার আগুন দেওয়া হচ্ছে বলে তাদের ধারণা।