কোনাবাড়িতে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কোনাবাড়িতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
সোমবার দুপুরে কোনাবাড়ি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ২ নম্বর বিসিক গেটে গিয়ে মানববন্ধন হয়।
রিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
এতে বক্তব্য রাখেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কোনাবাড়ি থানা শাখার সভাপতি শিব্বির হোসাইন সোহাগ, রাহাত, আমিনুল প্রমুখ।
বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন বন্ধ করলে ৪০ লাখ মানুষ বেকার হবে। আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়বে তাদের পরিবার-পরিজন।
তাই হাইকোর্টের রায় পুনর্বিবেচনা করা হোক। নীতিমালা করে রুট পারমিট ও লাইসেন্স প্রদান করলে সমস্যার সমাধান হবে।