জাতীয় সংগীতের সাথে ৭ মার্চের ভাষণ পাঠ করাতে হবে : আলম আহমদ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা সদরের মোল্লা টাওয়ার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের উপদেষ্টা ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ভাগিনা আলম আহমদ।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ। এর তাৎপর্য ও গুরুত্ব আগামী প্রজন্মকে যথাযথভাবে উপলব্ধি করাতে হবে।
আগামীতে দেশের নেতৃত্ব যাদের হাতে, সেই প্রজন্ম যদি এ ভাষণের দিকনির্দেশনা মেনে চলতে পারে, তবেই দেশ সোনার বাংলায় পরিণত হবে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীতের সাথে ভাষণের অংশবিশেষ প্রতিদিন পাঠ করাতে হবে।
উপজেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি শাকিল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রশিদ সরকার, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আইন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।