গাজীপুরের সাফারি পার্কে জেব্রার মৃত্যু, এসিএফ তবিবুরের বিরুদ্ধে মামলা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বিতর্কিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলাটি করেন।
এতে পার্কে ১১টি জেব্রার মৃত্যুর ফলে এক কোটি ১০ লাখ টাকার ক্ষতিসাধন ও বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ আনা হয়েছে।
মামলায় বলা হয়, এসিএফ তবিবুর রহমান জেব্রাগুলোর মৃত্যুর ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করেননি। তিনটি জেব্রার পেট কাটা ও নাড়িভুঁড়ি বেরিয়ে ছিল।
এর আগে গত ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত দফায় দফায় ১১টি জেব্রার অস্বাভাবিক মৃত্যুতে তোলপাড় সৃষ্টি হয়।
পরে পরিবেশ ও বন মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গত ২০ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়।
গত ২২ ফেব্রুয়ারি পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের সভাপতিত্বে পর্যালোচনা সভায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ জানান, পার্কে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। তবিবুর রহমান একমাত্র আসামি।