জাহাঙ্গীরনগরে ছাত্রদল নেতা বিপ্লবকে পিটিয়ে রক্তাক্ত করলো ছাত্রলীগ
আলোকিত প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহীম খলিল বিপ্লবকে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগ।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব হলে এলে ছাত্রলীগের উপ-মানবসম্পদ সম্পাদক ফিরোজুর রহমান সবুজ, সহ-সম্পাদক মেহেদী হাসান রোমান ও কার্যকরী সদস্য ইবনে সউদ মিশুর নেতৃত্বে উজ্জ্বল, সাদ্দাম, ইমরান, রোকন, আরিফ ও জুবায়েরসহ ১৫-২০ জন তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের জাবি শাখার সাধারণ সম্পাদক আবদুর রহিম সৈকত বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এর বিচার না করলে যে কোন অপ্রীতিকর ঘটনার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
এ ব্যাপারে সহকারী প্রক্টর ড. মো. শরিফ হোসেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।