ডিজেল-কেরোসিনে ৩ টাকা ও পেট্রোল-অকটেনে ১০ টাকা কমল
আলোকিত প্রতিবেদক : ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমেছে।
ডিজেল ও কেরোসিনে লিটারে ৩ টাকা করে এবং পেট্রোল ও অকটেনে ১০ টাকা করে কমেছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৬৮ টাকার বদলে ৬৫ টাকায় বিক্রি হবে। আর পেট্রোলের দাম ৯৬ টাকা থেকে কমে ৮৬ টাকা ও অকটেনের দাম ৯৯ টাকা থেকে ৮৯ টাকা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে রবিবার এ আদেশ জারি করা হয়েছে।