পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের তীব্র প্রতিবাদ

আলোকিত প্রতিবেদক : পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় নিয়ে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

সোমবার দুপুরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, জামায়াত নেতা নিজামীর ফাঁসির রায় নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য।

এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের বিচারের মত অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানকে বারবার নিষেধ করে আসছে বাংলাদেশ।

এরপরও বক্তৃতা-বিবৃতি দিয়ে সম্পর্কের তিক্ততা বাড়াচ্ছে পাকিস্তান।

আরও খবর