জঙ্গিবাদ দমনে জাতীয় প্রতিরোধ গড়ে তুলুন : সরকারকে ফখরুল

আলোকিত প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে কনভেনশন ডেকে জাতীয় প্রতিরোধ গড়ে তুলুন। অন্যথায় ভয়াবহ এ অবস্থা থেকে রক্ষা পাওয়া যাবে না।

তিনি বলেন, অনেক হয়েছে। উগ্রবাদ-জঙ্গিবাদের নাম করে দেশ ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে যাচ্ছে। তা বন্ধের চেষ্টা করুন।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার মিথ্যাচার করছে। জঙ্গিবাদ দমনের নামে গণতান্ত্রিক শক্তিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমরা বারবার জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছি। তাবেল্লা হত্যার সাথে সাথে আমরা প্রস্তাব দিয়েছিলাম সরকারের একটি জাতীয় কনভেনশন ডাকা উচিত। সমস্ত রাজনৈতিক দলগুলো একটি সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ রুখে দেবে। কিন্তু সরকারের উদ্দেশ্য ছিল জঙ্গিবাদকে বন্ধ করা নয়। তাদের উদ্দেশ্য জঙ্গিবাদের কথা বলে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া।

আরও খবর