জঙ্গিবাদের বিরুদ্ধে সৌদি জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়া এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান আমি সব সময় করি। ওআইসিতে যতবার গিয়েছি, এ প্রশ্নটা আমি তুলেছি। ওআইসি মহাসচিবের সাথে যখনই দেখা হয়েছে, আমি এ কথাটা বলেছি।

তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদি আরব একটি ইসলামী জোট গঠন করেছে। এ জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে। প্রায় ৪০টা দেশ এ জোটে যুক্ত। ফলে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার জন্য যা যা করণীয়, সেটা বাংলাদেশ করবে। এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

বুধবার জাতীয় সংসদে হুইপ শহিদুজ্জামান সরকারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও খবর