গুম-খুনে জড়িত র‌্যাব-পুলিশের বিচার করা হবে : খালেদা জিয়া

আলোকিত প্রতিবেদক : সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার নেতা-কর্মীদের স্মরণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গুম-খুনে জড়িত র‌্যাব-পুলিশ সদস্যদের বিচার করা হবে।

তিনি বলেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির যারা গত কয়েক বছর ধরে নিখোঁজ রয়েছেন, তারা কীভাবে আছেন, তা আমরা কিছুই জানি না।

খালেদা জিয়া বলেন, আপনারা যে আশা করছেন স্বজনরা এক দিন ফিরে আসবে, আমরাও সেই আশায় আছি। আবার আপনাদের মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-ছেলে-মেয়েদের আদর করবে, ঠিক তেমনিভাবে দলে ফিরে নেতা-কর্মীদের সাথে মিলে আমাদের আপন হয়ে থাকবে।

এরপর ভারী হয়ে আসে তার কণ্ঠ। অঝোরে কাঁদতে থাকেন তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। আপনারা দেখেছেন আমার সন্তান হারিয়েছি।

বুধবার রাজধানীর গুলশানে হোটেল লংবিচে গুম-খুন হওয়া নেতা-কর্মীদের পরিবারের স্বজনদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরও খবর