নিরাপদ বাংলাদেশ গড়তে সন্ত্রাসবিরোধী ঐক্যের ডাক খালেদা জিয়ার
আলোকিত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় যাবে, সেটা আজ বড় কথা নয়। এই আতঙ্ক, এই হত্যালীলা থামাতে হবে।
তিনি বলেন, প্রিয় মাতৃভূমি আজ সন্ত্রাসের বিষাক্ত ছোবলে জর্জরিত। এটা এ দেশের জন্য নতুন এক ভয়াবহ জাতীয় সংকট।
রবিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজ আমরা যারা আছি, ভবিষ্যতে তারা কেউ হয়তো থাকব না। দেশ থাকবে, জাতি থাকবে। সেই দেশ ও জাতির বর্তমান ও ভবিষ্যৎ আজ বিপন্ন।
খালেদা জিয়া বলেন, আমাদের কোন অর্জনই টিকবে না, যদি আমরা সন্ত্রাস দমন করতে না পারি। তাই কালবিলম্ব না করে, সব ভেদাভেদ ভুলে আসুন দলমত নির্বিশেষে সন্ত্রাসবিরোধী ঐক্যের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি।