‘রাস্তায় শৃঙ্খলা না থাকলে ফোর লেন-এইট লেন করেও লাভ হবে না’
আলোকিত প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তার মান নিয়ে আমি খুশি নই। দুই বছর আগে চন্দ্রা-নবীনগর ফোর লেনের কাজ সম্পন্ন হলেও এ রাস্তায় একটু বৃষ্টি হলেই গর্ত হয়ে যায়। মেরামত করার জন্য বলা হলেও সেটি এখনো মেরামত করা হয়নি।
তিনি বলেন, আমি গেলেই আমার সামনে একটি গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আর কোন কাজ হয় না, যা দুর্ভাগ্যজনক।
শনিবার গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। শৃঙ্খলা না থাকলে ফোর লেন, এইট লেন করেও কোন লাভ হবে না।