ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি গোয়েন্দারা

ডেস্ক নিউজ : ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকারের গোয়েন্দা সংস্থা এসআইডি ইসলামিক চ্যানেল পিস টিভির প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা পায়নি।

ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুর খবরে বলা হয়, বিদেশে অবস্থানরত জাকির নায়েক দেশে ফিরলেও তাকে গ্রেফতার করা হবে না। এসআইডি তার শত শত ভিডিও ও লেকচার পরীক্ষা করে দেখেছে। দেশে ও দেশের বাইরে অনুষ্ঠানের বক্তব্যও পরীক্ষা করে দেখা হয়েছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, জাকির নায়েকের লেকচার শুনে ভারতীয় এক যুবকের আইএসে যোগদানের অনুপ্রেরণার অভিযোগও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

জাকির নায়েক মক্কায় পবিত্র ওমরাহ হজ পালন শেষে আফ্রিকা সফরে রয়েছেন।