‘জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ’
আলোকিত প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শুধুমাত্র সরকার বা বিরোধী দলের ঐক্য যথেষ্ট নয়। সরকারের বিরুদ্ধে বিএনপির অনেক অভিযোগ থাকা সত্ত্বেও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকায় আমরা বারবার জাতীয় ঐক্য গঠনের কথা বলে যাব।
তিনি বলেন, জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে জাতি হতাশ এবং ক্ষুব্ধ। নির্বাচনের মাধ্যমে পাঁচবার দেশ পরিচালনার দ্বায়িত্বে থাকা ও বিপুল জনগোষ্ঠীর সমর্থনধন্য বিএনপিকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য সম্ভব?
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এটা সরকারের দাম্ভিকতা। জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিচ্ছে না। তারা ভাবছে একাই পারবে, কিন্তু তা সম্ভব হচ্ছে না। আগে যেখানে এক-দুজন মারা যেত, এখন ২০-২২ জন মারা যাচ্ছে। দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।