অনলাইনের প্রচারে পত্রিকার গুরুত্ব কমে যাচ্ছে : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অনলাইন গণমাধ্যমের প্রচার বাড়ছে। পত্রিকার গুরুত্ব কমে যাচ্ছে। তবে পত্রিকার পাতায় সংবাদ পড়তে ভাল লাগে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ৩১ তলাবিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে নতুন প্রজন্ম সকাল বেলা একটি ল্যাপটপ নিয়ে বসলেই বিশ্বের সব সংবাদ পেয়ে যায়। কিন্তু আমরা পুরনো যুগের মানুষ পত্রিকা ছাড়া চলে না। সকাল বেলা ঘুম থেকে উঠেই পত্রিকা এবং এক কাপ চা ছাড়া আমাদের চলে না।
সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা অনেকগুলো টিভি মিডিয়া দিয়েছি। আপনাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনারা স্বাধীনভাবে কাজ করছেন। যদিও আমাদের প্রতিপক্ষ বলে থাকেন সংবাদপত্রের ও সাংবাদিকদের স্বাধীনতা নেই।