‘শেখ মুজিব পরিত্যাগ করলেও তাজউদ্দীন মুজিবকে পরিত্যাগ করেননি’

আলোকিত প্রতিবেদক : শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের জুটি ভেঙে না গেলে দেশের উন্নয়নের জন্য এ দেশের মানুষকে এখনো তীর্থের কাকের মত অপেক্ষা করতে হত না।

বাংলাদেশের জন্য এই জুটি ছিল সবচেয়ে উপযুক্ত। তাদের মধ্যে দূরত্ব হল সবচেয়ে দুঃখজনক।

শনিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক জীবনে অনেক ক্ষেত্রে তাজউদ্দীন আহমদ সময়কে অতিক্রম করতে পেরেছিলেন। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তিন মাসের মধ্যে তিনিও খুন হন। এ সময়কে অতিক্রমের কোন সুযোগ তিনি পাননি।

অধ্যাপক আকাশ বলেন, বঙ্গবন্ধু ছিলেন অনেক বড় হৃদয়ের মানুষ। মানুষের পাশে থাকতেন। মানুষের মনের কথা বুঝতে পারতেন। তবে রাষ্ট্র পরিচালনায় যেসব গুণাবলি থাকা প্রয়োজন ছিল, এর অনেক কিছুই তার ছিল না।

অন্যদিকে তাজউদ্দীন আহমদের বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল অসাধারণ। তবে একটা সময় শেখ মুজিব তাকে পরিত্যাগ করেছিলেন। কিন্তু তাজউদ্দীন আহমদ কখনো শেখ মুজিবকে পরিত্যাগ করেননি।

তিনি আরও বলেন, এই দুজন দুজনকে হারিয়ে অসহায় হয়ে গিয়েছিলেন। শেখ মুজিব হয়েছিলেন শত্রুবেষ্টিত আর তাজউদ্দীন আহমদ প্রথমে অভিমান ও পরে ডুবে গিয়েছিলেন গভীর শূন্যতায়।

আরও খবর