মতবিরোধ থাকলেও ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স
ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ায় নিয়ম অনুযায়ী তার রানিং মেট মাইক পেন্স সরাসরি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন।
আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তিনি ৪৮তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
অনভিজ্ঞ প্রেসিডেন্টের সঙ্গী হিসেবে তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে।
গত বছর ট্রাম্পের পরিকল্পনাকে ‘আগ্রাসী ও সংবিধানবিরোধী’ বলে টুইট করেছিলেন মাইক পেন্স।
এ ছাড়া তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ বা অবস্থানগত ভিন্নতা থাকার কথাও প্রকাশ পেয়েছিল।
তবে শেষ পর্যন্ত ট্রাম্পেরই সঙ্গী হলেন মাইক পেন্স।