শ্রীপুরে বেগুনি রঙের ধানের ঝিলিক

প্রতিনিধি, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে চলতি বোরো মৌসুমে প্রায় সাত বিঘা জমিতে বেগুনি রঙের ধান চাষ হয়েছে।

এর মধ্যে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে তিন বিঘা এবং বরমী ও কাওরাইদ ইউনিয়নে চার বিঘা।

কৃষি অফিস জানায়, টেংরা গ্রামের আবদুল আওয়ালের ছেলে এনামুল হক উপ-সহকারী কৃষি কর্মকর্তা সারোয়ারের পরামর্শে তিন বিঘা জমিতে বেগুনি রঙের ধানের চাষ করছেন। তার ফলন দেখে অন্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন।

গোছায় ২৫ কুশি : বেগুনি রঙের ধানের শিষ সাধারণ উফশী ধানের মতই। প্রতি গোছায় গড়ে ২৫টি কুশি হয়। যা উফশী ক্ষেতে হয় গড়ে ২১টি।

কুশির সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এ ধানের ফলন বেশি হয়। উৎপাদনকাল অন্যান্য ধানের মতই অর্থাৎ ১৪০ দিন। বিঘাপ্রতি ২০ থেকে ২৫ মণ ফলন আসার সম্ভাবনা রয়েছে।

বেগুনি রঙের ধানের কুশি চারদিকে ছড়িয়ে থাকে। গাছ সহজে আলো-বাতাস পায় বলে পোকার আক্রমণের আশঙ্কা কম। এই ধানের চাষ লাভজনক।

উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, বেগুনি রঙের ধানের গতবার বিঘাপ্রতি ফলন হয়েছে ২১ মণ। কৃষকরা আগ্রহ করে এই ধানের চাষ করছেন।

আরও খবর