অভিনয় থেকে অবসর নিলেন শক্তিমান অভিনেতা রঞ্জিত মল্লিক

বিনোদন ডেস্ক : কিছু কিছু জীবন, কিছু জীবন্ত ইতিহাস। সামান্য থেকে যাদের সূচনা, অসামান্য যাদের প্রতিভা, সেই সারিরই একজন রঞ্জিত মল্লিক।

সত্তরের দশক থেকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করে আসছিলেন তিনি।

অভিনয় করেছেন বহুসংখ্যক ছবিতে।

১৯৪৪ সালে কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেতা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। তার স্ত্রী দেবা মল্লিক ও মেয়ে জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক।

ঘটনাটা আচমকা! শনিবার সকালে কলকাতার এক রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে ঘোষণা দিলেন, তিনি আর অভিনয় করবেন না।

রঞ্জিত মল্লিকের এই সিদ্ধান্তে কলকাতার সিনেমা জগৎ হতাশ হলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে বাংলা সিনেমা আরও সুন্দর হবে।

রঞ্জিত মল্লিক এখন তার ভবানীপুরের বাসাতেই সময় কাটান। সময় পেলে বাংলাদেশে এসে তার প্রিয় বন্ধু রাজ্জাকের সাথে দেখা করবেন বলেও জানান তিনি।

রঞ্জিত মল্লিক অভিনীত কয়েকটি ছবির নাম ও মুক্তির সাল :

◾ জন্মদাতা ২০০৮ ◾ চাঁদের বাড়ি ২০০৭ ◾ অবিশ্বাস ২০০৫ ◾ অগ্নিপথ ২০০৫ ◾ ক্রিমিনাল ২০০৫ ◾ মানিক ২০০৫ ◾ মায়ের রাজা ২০০৫ ◾ রাজু আঙ্কেল ২০০৫ ◾ সংগ্রাম ২০০৫ ◾ তবু ভালবাসি ২০০৫ ◾ তোমাকে সেলাম ২০০৫ ◾ অকৃতজ্ঞ ২০০৪ ◾ গ্যাঁড়াকল ২০০৪ ◾ মায়ের আঁচল ২০০৩ ◾ ইন্টারভিউ ১৯৭১
সূত্র : বিনোদন টাইমস