ক্রিকেট বিশ্বে ৩ মোড়লের পতন হচ্ছে!

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) তিন মোড়ল নীতির অবসান হতে যাচ্ছে।

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর গত নভেম্বরে দায়িত্ব নিয়ে এমনটাই আভাস দিয়েছিলেন।

এবার আইসিসির বোর্ড সভায়ও ওই সিদ্ধান্ত হল।

বুধবার সভায় সিদ্ধান্ত হয়, ২০১৪ সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে মূল ক্ষমতাধর করে আইসিসির সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে, সেটি পুনর্বিবেচনা করা হবে।

নির্বাহী ও অর্থ-বাণিজ্য সংক্রান্ত দুটি কমিটির প্রধান থেকেও তাদের স্থায়ী সদস্য পদ প্রত্যাহার করা হবে।

আগের গঠনতন্ত্রে আইসিসির হৃৎ​পিন্ড বলে বিবেচিত এই দুটি কমিটিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড স্থায়ী সদস্য পদ পেয়েছিল। তাদের অপসারণের সুযোগ ছিল না।

ফলে সব সিদ্ধান্ত তিন দেশই নিতে পারত। এটিই ক্রিকেট বিশ্বে ‘বিগ থ্রি’ বা ‘তিন মোড়ল’ হিসেবে পরিচিত।