আমাদের সোনার মাটির উন্নয়ন হবেই : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখলে যে দেশের উন্নয়ন হয়, সরকার তার প্রমাণ রেখেছে। সোনার মাটি আমাদের। আমাদের উন্নয়ন হবেই।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি যায়নি। পরে তারা ভুল বুঝতে পেরেছে। কিন্তু জ্বালাও-পোড়াও করেছে বলে জনগণ ভোট দেয়নি।

প্রধানমন্ত্রী শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় যান। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী শেখ রাসেল পৌর পার্ক উদ্বোধন করেন। দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

শেখ হাসিনা বলেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এরপর দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন আর থেমে থাকবে না।

আরও খবর