সালমান শাহর মৃত্যুরহস্য এখনো প্রশ্নবিদ্ধ!

বিনোদন প্রতিবেদক : ঢালিউড কাঁপানো চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে এখনো নানা প্রশ্ন রয়েছে।

সালমান শাহর মা নীলা চৌধুরী আজও বিচারের আশায় আদালতে ছুটেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের নিজ বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহম্মেদ চৌধুরী।

মামলায় অন্যতম আসামি করা হয় প্রভাবশালী পরিচালক আজিজ মোহাম্মদ, সালমান শাহর স্ত্রী সামিরা হক ও তার শাশুড়ি লতিফা হককে।

মামলার তদন্ত শেষে পুলিশ ‘আত্মহত্যা’ বলে আদালতে চার্জশিট দেয়।

এরপর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে এক যুগ ধরে চলে বিচার বিভাগীয় তদন্ত।

এতেও হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি।

গত বছরের ১০ ফেব্রুয়ারি আদালত আবারও মামলাটি র‌্যাবকে তদন্তের নির্দেশ দেন।

ওই আদেশের বিরুদ্ধে রিভিশন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ নিয়ে চলছে শুনানি।

নীলা চৌধুরীর পিটিশন মামলায় বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার মামলায় যুবক রিজভী আহমেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে বলা হয়, রিজভী ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে রাত চারটায় গভীর ঘুমে মগ্ন থাকা অবস্থায় সালমান শাহকে চেতনানাশক ইনজেকশন দেন। পরে বিদ্যুতের তার দিয়ে আত্মহত্যার মত করে শ্বাসরোধ করেন। এরপরও পুলিশ ব্যবস্থা নেয়নি।