গাজীপুরে নকলনবিশদের লাগাতার কর্মবিরতিতে রেজিস্ট্রি কার্যক্রম অচল

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে নকলনবিশদের কর্মবিরতিতে রেজিস্ট্রি কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।

গাজীপুর যুগ্ম সাব-রেজিস্ট্রি অফিসের নিম্নমান অফিস সহকারী নুরুল ইসলাম নুরুকে গত মাসে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে প্রেষণে বদলি করে কর্তৃপক্ষ।

এর প্রতিবাদে বছরের প্রথম কর্মদিবস থেকে কর্মবিরতি চলছে।

বুধবার নকলনবিশরা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় তারা নুরুল ইসলাম নুরুর বদলির আদেশ বাতিলের দাবি জানিয়ে স্লোগান দেন।

রেকর্ড কিপার আবদুর রউফ আলোকিত নিউজ ডটকমকে বলেন, আমাদের এখান থেকে দৈনিক ২০০-২৫০টি দলিলের নকল সরবরাহ করা হয়। কর্মবিরতির কারণে কার্যক্রম বন্ধ আছে। জেলার সাতটি রেজিস্ট্রি অফিসে একই অবস্থা।

কাপাসিয়া সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী জালাল উদ্দিন জানান, সকাল থেকে কার্যক্রম বন্ধ রয়েছে।

আরও খবর