জেএমবিতে গ্রুপিং : সাইদুরবিরোধী গ্রুপের হাতে ২০ খুন!

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি সংগঠন জেএমবির একটি গ্রুপ গত নয় মাসে ২০টি খুন ও ২১টি হামলার ঘটনা ঘটিয়েছে।

তাদের পেছনে জামায়াতে ইসলামীর ইন্ধন রয়েছে। গ্রুপটিতে শিবিরের সাবেক অনেক সদস্য সরাসরি সম্পৃক্ত রয়েছে বলেও দাবি করেছে ডিবি।

গত বুধবার রাজধানীর কামরাঙ্গীরচর থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

ওই দিন রাতে হাজারীবাগে বন্দুকযুদ্ধে তাদের দুই সহযোগী নিহত হয়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি।

এতে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, বন্দুকযুদ্ধে নিহত দুই জঙ্গির নাম হিরন (২৫) ও আবদুল্লাহ ওরফে নোমান (২৭)।

এর মধ্যে হিরন বগুড়ার সাবেক শিবিরের নেতা। আর নোমান শিবিরের কর্মী ছিলেন।

হিরন গাবতলীতে এএসআই ইব্রাহিম হত্যা, ঢাকার হোসেনি দালানে গ্রেনেড হামলা ও আশুলিয়ায় পুলিশ সদস্য মুকুল হত্যার সাথে জড়িত।

মনিরুল ইসলাম বলেন, জেএমবির আমির সাইদুর রহমান গ্রুপের সদস্যরা ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করে তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর ভারতের বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটায়। দেশে তাদের কার্যক্রমের আর কোন তথ্য নেই।

মূলত জেএমবির সাইদুরবিরোধী গ্রুপটি এখন তৎপর। তারা বিভিন্ন স্থানে হত্যা ও হামলার ঘটনা ঘটাচ্ছে।