গাজীপুরে ন্যাশনাল ফিড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে অবৈধভাবে মৎস্য খাদ্য উৎপাদন করায় ন্যাশনাল ফিড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে মেম্বারবাড়ী এলাকার কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় লাইসেন্স ছাড়াই মৎস্য খাদ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন।

এর আগে ন্যাশনাল ফিড মিলকে গত বছরের ২৫ ফেব্রুয়ারি মৎস্য ও পশু খাদ্য এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

আরও খবর