অবশেষে গাজীপুর ছাড়লেন বিতর্কিত এডিসি মশিউর

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের বহুল আলোচিত অতিরিক্ত জেলা প্রশাসক মশিউর রহমানকে অবশেষে অবমুক্ত করা হয়েছে।

একাধিকবার বদলির আদেশ হওয়ার পরও তিনি ওপর মহলে তদবির করে দীর্ঘ সময় বহাল ছিলেন।

বিষয়টির ওপর গত ২৩ জুন আলোকিত নিউজে ‘বারবার বদলির আদেশ : গাজীপুর ছাড়তে চান না এডিসি মশিউর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে চলে ব্যাপক তোলপাড়।

এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিঞার সাথে কথা বলে গত ১ জুলাই আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, মশিউর রহমান প্রায় তিন বছরের মধ্যে বেশির ভাগ সময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে। এই সময়ে এলএ শাখা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক ঘুষ-দুর্নীতির অভিযোগ ওঠে।

আরও পড়ুন : বারবার বদলির আদেশ : গাজীপুর ছাড়তে চান না এডিসি মশিউর!

মশিউর রহমানকে প্রথমে গত বছরের ৪ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাকে অবমুক্ত না করে চার মাস পর বদলির আদেশ বাতিল করা হয়।

চলতি বছরের ৩১ মে আবারও বাণিজ্য মন্ত্রণালয়ে বদলির আদেশ হয়। কিন্তু তিনি রিলিজ আটকে রেখে অফিসে বহাল থাকেন।

বিষয়টি আলোকিত নিউজে প্রকাশিত হওয়ার পর মশিউর রহমান বেকায়দায় পড়েন। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামও বিতর্ক এড়াতে তৎপর হন।

তিনি গত ৮ জুলাই অফিস আদেশ জারি করেন। পরে মশিউর রহমান ১১ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

আরও পড়ুন : এডিসি মশিউরকে এবার গাজীপুর ছাড়তে হবে : বলছে মন্ত্রণালয়

আরও খবর