হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে : আসাদ ওয়াইসি

ডেস্ক নিউজ : নিখিল ভারত মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেছেন, আপনারা সবাই মনে রাখবেন, আমি হয়তো তখন বেঁচে থাকব না, হিজাব পরা মেয়েই একদিন এ দেশের প্রধানমন্ত্রী হবে।

নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে হায়দরাবাদের এই মুসলিম সংসদ সদস্য এ মন্তব্য করেছেন বলে রবিবার এনডিটিভির খবরে বলা হয়।

আসাদ উদ্দিন ওয়াইসি বলেন, একজন মেয়ে যদি হিজাব পরার সিদ্ধান্ত নেয়, মা-বাবা যদি অনুমতি দেয়, তাহলে তাকে হিজাব পরা থেকে আটকাবে?

তিনি আরও বলেন, মেয়েরা হিজাব পরবেন। তারা কলেজে যাবেন। তারা চিকিৎসক, কালেক্টর, এসডিএম কিংবা ব্যবসায়ী হবেন।

বেশ কিছুদিন ধরে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের সরকারি কলেজে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে উত্তেজনা চলছে।

‘জয় শ্রীরাম’ স্লোগানের বিপরীতে কলেজ প্রাঙ্গণে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন সাহসী ছাত্রী মুসকান।

আরও খবর